Wellcome to National Portal
Main Comtent Skiped

Details of Training

প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও উদ্বুদ্ধকরন

 

প্রশিক্ষণঃ প্রাতিষ্ঠানিক- জেলা কার্যালয় হইতে কম্পিউটার বেসিক কোর্স, মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এপ্লিকেশন কোর্স, পোষাক তৈরী কোর্স, বাটিক কোর্স, মৎস্য চাষ কোর্স, গবাদিপশু হাসমুরগী পালন মৎস্য চাষ ও কৃষি বিষয়ক কোর্স, ইলেকট্রিক্যাল কোর্স, ইলেকট্রনিক্স কোর্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং কোর্স ও বিউটিফিকেশন কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অপ্রাতিষ্ঠানিক- উপজেলা কার্যালয় হইতে মৎস্য চাষ, গরু মোটাতাজাকরণ, মৌমাছি চাষ,সবজি চাষ, পোষাক তৈরী তাছাড়া সময়োপযোগী ও এলাকার চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

ঋণ সহায়তা- অপ্রাতিষ্ঠানিক ৩০,০০০/- থেকে সর্ব্বোচ্চ ৪০,০০০/-

                প্রাতিষ্ঠানিক  ৫০,০০০/- থেকে সর্ব্বোচ্চ ৭৫,০০০/- 

 

উদ্বুদ্ধকরন- সেমিনার, সিম্পোজিয়াম, যুব মেলা, যুব দিবস, সফল আত্মকর্মীর জীবনকাহিনী।