Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

যুব উন্নয়ন অধিদপ্তর

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

নগরজালফৈ, টাঙ্গাইল।

সিটিজেন চাটার (নাগরিক সেবা)

 

মন্ত্রনালয়ের নাম               :  যুব ও ক্রীড়া মন্ত্রনালয়।

প্রতিষ্ঠানের নাম                :  যুব উন্নয়ন অধিদপ্তর, টাংগাইল।

 

১৮-৩৫ বৎসর বয়সী বেকার যুবক ও যুব মহিলাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তোলার লক্ষ্যে পেশা ভিত্তিক প্রতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রম, ঋণ ও তৎসংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

 

(ক)প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ- 

ক্রমিক নং

প্রশিক্ষণের নাম

কোর্সের মেয়াদ

ভর্তি ফি

ভর্তির যোগ্যতা

ধরন 

১.   

পশু পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক কোর্স

২ মাস ১৫ দিন

১০০/-

ন্যূনতম অষ্টম শ্রেনী পাশ

আবাসিক

২.  

কম্পিউটার বেসিক কোর্স

৬ মাস

১০০০/-

ন্যূনতম এইচ এস সি পাশ

অনাবাসিক

৩.  

মর্ডান অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন কোর্স

৬ মাস

৫০০/-

ন্যূনতম এইচ এস সি পাশ

অনাবাসিক

৪.

পোষাক তৈরী প্রশিক্ষণ কোর্স

৬ মাস

৫০/-

ন্যূনতম অষ্টম শ্রেনী পাশ

অনাবাসিক

৫. 

মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স

১ মাস

৫০/-

ন্যূনতম অষ্টম শ্রেনী পাশ

অনাবাসিক

৬. 

ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং কোর্স

৬ মাস

৩০০/-

ন্যূনতম অষ্টম শ্রেনী পাশ

অনাবাসিক

৭. 

রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং কোর্স

৬ মাস

৩০০/-

ন্যূনতম অষ্টম পাশ

অনাবাসিক

৮. 

ইলেকট্রনিক্স কোর্স

৬ মাস

৩০০/-

ন্যূনতম অষ্টম পাশ

অনাবাসিক

৯. ব্লক কোর্স ৩ মাস ৫০/- ন্যূনতম অষ্টম পাশ   অনাবাসিক
১০. বাটিক কোর্স ৩ মাস ৫০/- ন্যূনতম অষ্টম পাশ অনাবাসিক
১১. বিউটিফিকেশন কোর্স ১ মাস ৫০/- ন্যূনতম অষ্টম পাশ অনাবাসিক

 

(খ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ-

(উপজেলা পর্যায়ে ৭দিনব্যাপী স্থানীয় চাহিদা ভিত্তিক ভাম্যমান প্রশিক্ষণ কর্মসূচী চলমান আছে)

 

যুব ঋণ কর্মসূচীঃ- 

১. যুব উন্নয়ন অধিদপ্তরের যে কোন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন পূর্বক সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রকল্প গ্রহনকারীদের মধ্যে সহজ শর্তে ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি উপজেলা পর্যায়ে ঋণ বিতরন কার্যক্রম চলমান আছে।

২. একজন যুবক যুব মহিলা প্রশিক্ষণ শেষে প্রকল্প গ্রহন করতঃ প্রকল্প সম্প্রসারনের লক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ঋণের আবেদন করতে পারবেন।

৩. নীতিমালা মোতাবেক ঋণ গ্রহনকারী ৩ মাস গ্রেস পিরিয়ড শেষে ২৪ মাসে ঋণ পরিশোধ করতে হয়।

৪. একজন সফল ঋণী সবেবার্চ ৩ বার ঋণ গ্রহন করতে পারে। ঋণ গ্রহনের সময় ব্যাক্তিগত গ্যারান্টার, জমির দলিল ও প্রয়োজনীয় কাগজ পত্র আবেদনের সাথে দাখিল করতে হয়। সবেবার্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ মঞ্জুর করা হয়। যার সূদের হার ১০% (ক্রমহ্রাসমান)।

 

(গ) যুবদের জন্য যুব সংগঠন তৈরীতে সহায়তা ও তালিকা ভুক্তি করনঃ

সংগঠিত যুবদের ক্লাব ভিত্তিক কর্মকান্ডে সহায়তা করা হয়। যদি কোন যুবরা এলাকার সমাজ উন্নয়ন আত্মউন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আয় বৃদ্ধি মূলক কর্মসূচী গ্রহনের লক্ষ্যে ক্লাব/সমিতি গঠন করতঃ ইতিবাচক কাজ হাতে নেয় যুব উন্নয়ন অধিদপ্তর তাদের ক্লাব/সমিতি তালিকা ভুক্তি করে থাকে।

 

(ঘ) অনুদান ও পুরস্কার প্রদানঃ- 

     প্রতি বৎসর যুব উন্নয়ন অধিদপ্তর উন্নয়ন ও অনুন্নয়ন খাতে থেকে সংগঠনের উন্নয়নের লক্ষ্যে বার্ষিক অনুদান প্রদান করে থাকে। বৎসরের একবার মন্ত্রনালয়ে বিজ্ঞপ্তী মোতাবেক উপজেলা ও জেলা কার্যালয়ের মাধ্যমে আবেদন করতে হয়। প্রকল্প গ্রহন কারী সফল আত্মকর্মী যুবদের কাজের স্বীকার স্বরূপ প্রতি বৎসর জাতীয় যুব দিবসে যুব পুরস্কার প্রদান করা হয়।

 

(ঙ) সংগঠন/ক্লাব ভিত্তিক অন্যান্য কার্যক্রমঃ- 

যুব উন্নয়ন অধিদপ্তর তালিকা ভুক্ত যুব সংগঠনের মধ্য হতে বাছাই করতঃ সরকারের বিভিন্ন প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করা হয়। প্রজনন স্বাস্থ্য, এইচ আইভি এইডস, মাদক প্রতিরোধ সংক্রান্ত কর্মসূচী চালু আছে। বর্তমানে প্রতিটি উপজেলা হতে ২টি সংগঠন কে সরকারের নেটওয়ার্কিং প্রকল্পের মাধ্যমে সম্পৃক্ত করে প্রতিটি সংগঠনকে ১টি করে কম্পিউটার প্রদান করা হয়েছে এবং প্রতি সংগঠনের ২২ জনকে ১০দিনের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

(চ)  বিশেষ কর্মসূচীঃ- 

যুবদের উদ্ভুদ্ধকরা, যুবদের দ্বারা সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক যেমন বনায়ন, সেনিটেশন, বৃক্ষরোপন, যৌতুক, নারী নির্যাতন, পাচার ও সমাজের তাৎক্ষনিক সৃষ্ট বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়।

 

(ছ)  উদ্ভুদ্ধকরন ও সহায়তা মূলক সেবাঃ- 

যে সমস্ত যুবরা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ শেষে যে কোন বৃত্তি মূলক প্রকল্প হাতে নেয়া তাদের কারিগরি সহায়তা প্রদান করা হয়।

 

উপরেউল্লিখিত সেবা সমূহ পেতে:

উপ-পরিচালকের কার্যালয় ও যুব প্রশিক্ষণ কেন্দ্র, নগরজালফৈ, টাংগাইল।

টেলিফোন নং উপ-পরিচালক:০৯২১-৬২৫৯২, সহকারী পরিচালক: ০৯২১-৬৪৮৯০, প্রশিক্ষণ কেন্দ্র: ০৯২১-৬২৩৬৯।

তাছাড়া

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সমূহে সরাসরি যোগাযোগ করতে পারেন।